বিজেপিতে যোগ দিলেন রবীন্দ্র জাদেজার স্ত্রী
রাজকোট: বিজেপিতে যোগদান করলেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা (রীভা সোলাঙ্কি)। রবিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন তিনি। এদিন গুজরাটের জামনগরে এক অনুষ্ঠানে রিভাবার হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের কৃষিমন্ত্রী আরসি ফালদু। এসময় উপস্থিত ছিলেন সাংসদ পুনম মদম।
বিজেপির পালে হাওয়া লাগাতে ২০১৯ লোকসভা নির্বাচনের আগে তারকাদের দলে টানতে মরিয়া বিজেপি। এক্ষেত্রে বেশ সফলও হয়েছে বিজেপি। গত কয়েকদিন থেকে একের পর এক তারকা গেরুয়া শিবিরে যোগদান করেছেন। সেই তালিকায় এবার যুক্ত হলো রিভাবা জাদেজার নাম।
Jamnagar: Rivaba Jadeja, wife of cricketer Ravindra Jadeja joined BJP in presence of Gujarat Agriculture Minister R C Faldu and MP Poonam Madam earlier today. #Gujarat pic.twitter.com/d6GV1DM2Dv
— ANI (@ANI) 3 March 2019
আসন্ন লোকসভা ভোটে রিভাবা জাদেজাকে বিজেপি প্রার্থী করতে পারে বলে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে।
উল্লেখ্য, এর আগে রিভাবা জাদেজা গুজরাটে ক্ষত্রিয়-রাজপুত কমিউনিটি গ্রুপের মহিলা শাখার প্রধান নিযুক্ত হয়েছিলেন। কর্ণি সেনায় যোগ দিয়ে রিভাবা জাদেজা বলেছিলেন, আমার প্রথম লক্ষ্য হবে মেয়েদের অধিকার রক্ষা ও তাদের সামাজিক ক্ষমতা বৃদ্ধি। যখন পুরুষরা তাদের পাশে থাকবে না, মেয়েরা যাতে নিজেদের রক্ষার দায়িত্ব নিজেরাই নিতে পারে, সেই লক্ষ্যে কাজ করাই হবে আমার প্রাথমিক কর্তব্য। কারণ, আমি নিজে এমন পরিস্থিতির মধ্যে পড়েছিলাম।