Saturday, April 20, 2024
দেশ

আম আদমির ২০ বিধায়ক বরখাস্ত করলেন রাষ্ট্রপতি

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টির ২০ বিধায়ককে বরখাস্ত করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি নির্বাচন কমিশনের সুপারিশে অনুমোদন দিয়েছেন। আম আদমি পার্টি প্রেসিডেন্টের সিদ্ধান্তকে ‘অসাংবিধানিক’ বলে আখ্যা দিয়েছে।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যালয় থেকে দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘নির্বাচন কমিশনের দেওয়া মতামতের আলোকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। আমি, রামনাথ কোবিন্দ, ভারতের প্রেসিডেন্ট, নিজ ক্ষমতাবলে ঘোষণা করছি যে ওই ২০ বিধায়ক দিল্লি বিধানসভার সদস্য হিসেবে অযোগ্য বিবেচিত হবেন।’

অরবিন্দ কেজরিওয়াল ও তার দলের দাবি, ওই বিধায়কদের লাভজনক পদে নিয়োগ দেওয়ার বিষয়টি কোনো সাংবিধানিক নিয়ম ভঙ্গ করেনি। এএপির আইনপ্রণেতারা এরই মধ্যে নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তকে হাইকোর্টে চ্যালেঞ্জ করেছেন। এ বিষয়ে এএপির প্রধান মুখপাত্র সৌরভ ভরদ্বাজ বলেন, ‘লাভজনক পদ তখনই হবে, যখন তা থেকে কেউ সুবিধা নেবে। কারও বিরুদ্ধে বেতন বা প্রাতিষ্ঠানিক সুবিধা নেওয়ার অভিযোগ নেই।’