Sunday, May 5, 2024
কলকাতা

‘আই লাভ কেওড়াতলা মহাশ্মশান’ সম্পূর্ণ ভুয়ো, কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মমতার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দিনকয়েক ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ঘুরছিল। তাতে লেখা ছিল- ‘আই লাভ কেওড়াতলা মহাশ্মশান’। ছবি পুরোপুরি ভুয়ো। এটি এডিট করে বানানো হয়েছে। আদতে এমন কিছু লেখা নেই কেওড়াতলা মহাশ্মশানে। এবার বিষয়টি নিয়ে এবার নড়েচড়ে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেক ছবিটি যারা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেওড়াতলা মহাশ্মশান নিয়ে ফের নিউজ ছড়ানো হচ্ছে। আই লাভ কেওড়াতলা! এটা আসলে হয়নি। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। শ্মশানকে কেউ কখনও ভালোবাসি বলতে পারে? কারণ সেখানে প্রিয় মানুষের সঙ্গে শেষ দেখা হয়। শ্মশান থেকে মানুষ সারাজীবনের ব্যথা পায়নি। এমন কোনও পরিবার নেই যাঁদের কখনও শ্মশানে যেতে হয়নি। শ্মশান নিয়ে যাঁরা মজা করে, তাঁদের আমি ধিক্কার জানাই।”

মমতা আরও বলেন, “আমাকে গালাগালি দিক ঠিক আছে। কিন্তু এটা ঘৃণা ছড়ানোর জন্য করা হচ্ছে। এটা আমি কোনওভাবেই বরদাস্ত করব না। বিষয়টি নিয়ে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিচ্ছি।”