এক লাফে সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস ১৩ শতাংশ বাড়ালো রাজ্য সরকার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস বাড়ালো রাজ্য সরকার। বুধবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর সিভিক ভলান্টিয়ারদের পুজো বোনাস বাড়ানো হলো প্রায় ১৩ শতাংশ। এ বছর পুজোর বোনাস বাবদ ৬০০০ টাকা পাবেন সিভিক ভলান্টিয়াররা।
উল্লেখ্য, প্রতি বছরই পুজোর আগে সিভিক ভলেন্টিয়ারদের বোনাস দিয়ে থাকে রাজ্য সরকার। এবারও সিভিক ভলান্টিয়ার ও গ্রাম্য পুলিশের জন্য পুজোর বোনাস ঘোষণা করলো সরকার।