Saturday, April 27, 2024
আন্তর্জাতিক

রুশ বিমান বিধ্বস্ত হয়ে ৭১ আরোহীর সবাই নিহত

৭১ জন আরোহী নিয়ে রাশিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। মস্কো থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আগুনোভো এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে থাকা কোনো যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

সারাটভ এয়ারলাইন্সের এএন-১৪৮ বিমানটি স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে সাতটার দিকে মস্কো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। এর কয়েক মিনিটের মধ্যে রাডার থেকে হারিয়ে যায়। বিধ্বস্ত হওয়ার পর বিমানটির ৭১ জন আরোহীর কারোরই বেঁচে থাকার সম্ভাবনা নেই। আরোহীদের মধ্যে যাত্রী ৬৫ জন ও ক্রু ৬ জন ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, মস্কোর দক্ষিণ-পূর্বদিকের এলাকা আরগুনোভো থেকে তারা জ্বলন্ত বিমানটিকে মাটিতে পড়তে দেখেছেন। জরুরি সেবাপ্রদানকারীরা মস্কোর দক্ষিণ পূর্বে বরফ-ঢাকা মাঠের মধ্যে বিমানটি ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখেন।

একটি ফ্লাইট ট্র্যাকিং সাইটে দাবি করা হচ্ছে, বিধ্বস্ত হওয়ার আগে এটি প্রতি মিনিটে এক হাজার মিটার গতিতে নিচে নামছিল।

রুশ প্রেসিডেন্ট পুতিন এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং তদন্তের নির্দেশ দিয়েছেন।