Friday, March 29, 2024
আন্তর্জাতিক

‘শাড়ি নয়, মুসলিম হিসেবে বোরখা পরুন’

মুসলিম নারীদের শাড়ি নয়, বাধ্যতামূলকভাবে বোরখা পরতে হবে৷ এমনই মত দিয়েছেন পাকিস্তানের জামিয়ার উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ)-এর সেনেটর মুফতি আবদুল সাত্তার। বিরোধী মুত্তাহিদা কোয়ামি (এমকিউএম) সেনেটর নাসরিন জালিলের পরনের শাড়ি লক্ষ্য করে এমন কটু মন্তব্য করেন তিনি।

মুফতি আবদুল সাত্তার বলেন, ‘এমকিউএম-র সেনেটর জনপ্রতিনিধি নাসরিন জালিল। তিনি যা পড়বেন, মানুষ তাকেই অনুসরণ করবে। তাই মুসলিম নারী হিসেবে তার শাড়ি পরা উচিৎ হয়নি। তার অবশ্যই বোরখা পরা উচিত ছিল। মুসলিম নারী হিসেবে তার উচিৎ ছিল শরীরের প্রতিটি অংশ ঢাকা৷ যা তিনি করেননি।’

মুফতি আবদুল সাত্তারের দাবি, বোরখা না পড়ে টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিয়েছেন নাসরিন জালিল। হাজার হাজার মানুষ তাকে দেখেছে। তাদের কাছে ভুল বার্তা পৌঁছাল পোশাকের জন্য৷ পাশাপাশি, একজন নারী হিসেবে অনেক বেশি ভদ্র পোশাক তার পরা উচিৎ ছিল।