Saturday, April 20, 2024
দেশ

গুজরাটে কংগ্রেসের ৬ বিধায়ক যোগ দিলেন বিজেপিতে

আগামি ৮ আগস্ট রাজ্যসভা নির্বাচন গুজরাটে। তার আগেই বড় ধরনের ধাক্কা খেলো কংগ্রেস। আরও ৩ বিধায়ক ইস্তফা দিলেন। অর্থাৎ ২৪ ঘন্টার মধ্যেই কংগ্রেস বিধায়ক তালিকা থেকে ইস্তফা দিলেন ৬ বিধায়ক। যার ফলে গুজরাটে কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমে ৫৭ থেকে এখন ৫১।

বৃহস্পতিবার ইস্তফা দিয়েছিলেন বলবস্তসিন রাজপুত, প্রহ্লাদ পটেল এবং তেজশ্রীবেন পটেল। আজ শুক্রবার যে তিনজন ইস্তফা দিলেন তারা হলেন মানসিন চৌহান, রামসিন পারমার এবং ছানাভাই চৌধুরী।

গুজরাট রাজ্যসভায় এবার তিনটি আসনে নির্বাচন হবে। গুজরাট থেকে বিজেপির রাজ্যসভার তিনজন প্রার্থী হচ্ছেন অমিত শাহ, স্মৃতি ইরানি এবং বলবন্তসিন রাজপুত। বিজেপি গুজরাটে খুব সহজেই জয়ী হবেন বলে মনে করা হচ্ছে। কারণ রাজসভার নির্বাচনে অমিত শাহ ও স্মৃতি ইরানিকে ভোট প্রদানের পর বিজেপির থাকবে ২৭টি ভোট। প্রার্থীকে জিততে গেল দরকার ৪৭টি ভোট। এরপরে যদি আবারও কংগ্রেসের ভাঙন হলে কিংবা ক্রস ভোটিং হলে আহমেদ প্যটেলের পরাজয়ের সম্মুখীন হতে হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।