Friday, April 19, 2024
আন্তর্জাতিক

বাংলাদেশে এইচআইভি আক্রান্ত ৫০০০ রোহিঙ্গা

মিয়ামারের রাখাইন থেকে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের মধ্যে অন্তত ৫০০০ এইচআইভি আক্রান্ত বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের মধ্যে মঙ্গলবার পর্যন্ত ৯৭ জনকে তলিকাভুক্ত করা হয়েছে। তবে প্রতিদিনই এই সংখ্যা বাড়ছে।

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত মিয়ানমার থেকে ৬ লাখ ৩০ হাজার রোহিঙ্গা নারী, শিশু ও পুরুষ বাংলাদেশে পালিয়ে এসেছেন। পালিয় আসা যে ৯৭ জন রোহিঙ্গাকে এইচআইভি পজেটিভ বলে শনাক্ত করা হয়েছে, তাঁদের মধ্যে ১৫ জন শিশু, ৩৩ জন পুরুষ ও ৪৯ জন নারী।

কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম জানিয়েছেন, ‘‘আজকে (মঙ্গলবার) দিনের শেষে এই সংখ্যা ১০০ ছাড়িয়ে যাবে৷ প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে।”

তিনি আরো জানান, ‘‘যাঁদের শনাক্ত করা হয়েছে, তাঁদের মধ্যে পাঁচজন নতুন আক্রান্ত। তাঁরা কক্সবাজারের ক্যাম্পেই আক্রান্ত হয়েছেন। বাকিরা মিয়ানমারে থাকাকালীনই এইচআইভি পজেটিভ ছিলেন।”