কানে মোবাইল ফোন, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তরুণের

হাওড়া: অন্যমনস্ক হয়ে মোবাইল ফোনে কথা বলার মাসুল দিতে হলো এক তরুণকে। ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো। সোমবার ঘটনাটি ঘটে হাওড়া বালি স্টেশনে।

নিহতের নাম মেসবাহুল ইসলাম শেখ (২৪)। দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দু’নম্বর প্ল্যাটফর্মের কাছেই দাঁড়িয়ে কথা বলছিল ওই তরুণ। সেই সময় মাইকে ট্রেন আসার খবর ঘোষণা করা হয়। প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার পর যথারীতি হর্ন বাজান চালক। এমনকি যাত্রীরাও চিৎকার করে তাকে সতর্ক করে। কিন্তু ফোনে কথা বলতে মশগুল ওই তরুণ হর্নের শব্দ শুনতে পায়নি৷ এরপরই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই যুবকের।

জানা গেছে, মৃত তরুণের বাড়ি বর্ধমানের মাধবডিহিতে। কাজের জন্য মেটিয়াবুরুজে যাতায়াত করত সে। তবে এদিন কি কারণে সে বালি স্টেশনে এসেছিল তা জানা যায়নি।