কাশ্মীরে সেনার সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ জঙ্গি নিহত

কাশ্মীরে বৃহস্পতিবার সেনা ও জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। এতে তিনজন জঙ্গি সদস্য নিহতের খবর পাওয়া গেছে। পুলিশ একথা জানিয়েছে।

কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে প্রায় ৪৪ কিলোমিটার দক্ষিণে বুডগাম জেলার পাখারপোরার ফ্লুটিপোরা গ্রামে এই বন্দুকযুদ্ধ হয়। বুডগামে এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আজ সকালে পাখারপোরা গ্রামে জঙ্গি ও সরকারি বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে।’

পুলিশ কর্মকর্তারা ওই এলাকায় তিন থেকে চারজন জঙ্গির উপস্থিতি টের পেয়ে অভিযান চালায়। কর্মকর্তারা জানান, ‘ওই এলাকায় এখনো উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলছে।’