Friday, April 26, 2024
দেশ

টর্চকে মাইক ভেবে বক্তব্য রাখতে শুরু করলেন মমতা, ভাইরাল ভিডিও

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করার সুযোগ পেলে কিঞ্চিত দেরি করেন না বাম-বিজেপি-কংগ্রেস কেউই। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওটি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে স্যোশাল মিডিয়ায়।

গত ২৯ নভেম্বর ওই ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন জনৈক রঞ্জিত নামে এক ব্যক্তি। শেয়ার করা ১৬ সেকেন্ডের ওই ভিডিওয় মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি মঞ্চে দেখা যাচ্ছে। তার সঙ্গেই স্টেজ শেয়ার করতে দেখা যায় দলের সাংসদ সুব্রত বক্সীকেও। যদিও কোন জায়গাই এই অনুষ্ঠানটি হয়েছিল তা জানা যায় নি।

সম্ভবত ভিডিওটি ২০১৬ সালের দীপাবলির সময়ে কোনো এক অনুষ্ঠানে তোলা। সেখানেই মঞ্চে দাঁড়িয়ে মাইক ভেবে টর্চ হাতে তুলে নিয়ে কথা বলতে শুরু করেন মুখ্যমন্ত্রী। কয়েক সেকেন্ডের মধ্যেই ভুল বুঝতে পেরে পাশে থাকা একজন মুখ্যমন্ত্রীর হাত থেকে টর্চটি ছিনিয়ে নেন। তৎক্ষণাৎ হাতে মাইকও দিয়ে দেওয়া হয়।

তবে ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে। টর্চের আলো জ্বলছিল। সেই অবস্থাতেই মমতা তা মুখে দিয়ে কিছু একটা ঘোষণা করে শুরু করে দিয়েছিলেন। বিষয়টি বুঝতে পেরে দর্শকআসনে বসে থাকা সকলেই হো-হো করে হেসে ওঠেন। মঞ্চে মমতার পাশে থাকা সহকর্মীদেরকেও মুখ চেপে হাসতে দেখা যায়।  এতদিন পরে সেই ভিডিওটি টুইটারে পোস্ট করতেই ভাইরাল হয়ে গিয়েছে। টুইটারে কেউ কেউ মুখ্যমন্ত্রীকে ‘ক্রেজি’ বলে আখ্যায়িত করেন। একজন আবার লিখেছেন ‘মুখ্যমন্ত্রী জানেন আলোর গতিবেগ শব্দের চেয়ে বেশি’।