Wednesday, October 9, 2024
দেশ

মায়ের সঙ্গে মহরমের অনুষ্ঠান দেখতে গিয়ে গণধর্ষণের শিকার নাবালিকা, গ্রেফতার আশফাক এবং মুমতাজ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মহরমের (Muharram) খেলা ও তাজিয়া দেখতে গিয়ে গণধর্ষণের শিকার হলো এক নাবালিকা। ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে বিহারের আরারিয়া জেলায়। 

জানা গেছে, ২৮ জুলাই আরারিয়ার ফরবিশগঞ্জে মহরমের অনুষ্ঠানের মাঝে ভিড়ের মধ্য থেকে ১৭ বছরের মেয়েকে অপহরণ করে দুই ব্যক্তি। নির্জন এলাকায় নিয়ে গিয়ে তাঁকে গণধর্ষণ করে তারা। অজ্ঞান অবস্থায় ফেলে রেখেই পালিয়ে যায় অভিযুক্তরা। মহরমের আনন্দ উৎসবে হৈ হুল্লোড়ের মাঝে নাবালিকার কাতর চিৎকার কারও কানে পৌঁছয়নি।

এদিকে, অনুষ্ঠানের মাঝে আচমকা ওই নাবালিকার মা লক্ষ্য করেন তার মেয়ে পাশে নেই। বাড়ি চলে গিয়েছে ভেবে তিনিও বাড়ি ফিরে আসেন। কিন্তু বাড়ি ফিরে জানতে পারেন মেয়ে এখনও বাড়িতে ফেরেনি। রাত বাড়তে থাকে। নিখোঁজ মেয়ের খোঁজাখুঁজি শুরু করেন তারা। 

এক পর্যায়ে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ফাঁকা মাঠে অজ্ঞান অবস্থায় মেয়েকে পড়ে থাকতে দেখে পরিবার। অজ্ঞান মেয়েকে দেখে পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। পুলিশে খবর দেওয়া হয়। 

এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মহম্মদ আশফাক ও মহম্মদ মমতাজকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে। আশফাকের বয়স ২২ বছর, আর মুমতাজের বয়স ২৩। দু’জনেই মহরম উপলক্ষে ফরবিশগঞ্জে এসেছিলেন।

নির্যাতিতার মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ফরবিশগঞ্জে পুলিশ পকসো আইনে মামলা নথিভুক্ত করার পর অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে । এদিকে নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। অভিযুক্ত দুজনই মতি তপু ওয়ার্ডের বাসিন্দা। ১৪ পাথরহা পঞ্চায়েত, নরপতগঞ্জ থানার অন্তর্গত। ওপি ইন্ডিয়া