Thursday, April 25, 2024
দেশ

স্মৃতিতে ২৬/১১, আতঙ্কে এখনো ত্রস্ত মুম্বাই

মুম্বাই: দেখতে দেখতে নয়টি বছর পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও ক্ষত শুকোয়নি। আজও ২৬ নভেম্বরের সেই রাত দুঃস্বপ্নের মতো তাড়া করে মুম্বইবাসীকে। নতুন রঙের পোচে বারুদের গন্ধ তাজ হোটেলের দেওয়াল থেকে উধাও হলেও, এখনও যেন সেদিনকার কথা ভুলতে পারেনি সাদা বাড়িটি ৷ সেই কালো দিন আজও যেন স্পষ্ট ছত্রপতি শিবাজী বাস টার্মিনাস, লিয়োপোল্ড ক্যাফে, নারিমান হাউজের আনাচ-কানাচে ৷

আজ ২৬/১১। মুম্বাই হামলার নয় বছর পূর্তি। ২০০৮ সালের এ দিনে বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে সংঘটিত হয়েছিল ভয়াবহ সন্ত্রাসী হামলা। আরব সাগর দিয়ে একটি ছোট নৌকায় চড়ে বাণিজ্যনগরীতে ঢুকে পড়েছিল পাকিস্তানের ১০ সশস্ত্র লস্কর-ই-তহিবা ও ইসলামিক মিলিট্যান্ট জঙ্গি। গোটা শহরকে ঘিরে ফেলে শুরু হয় তাদের তাণ্ডব।  কালাশনিকভ হাতে মুম্বই শহরে দাপিয়ে বেড়ায় আজমল কাসব সহ দশ লস্কর জঙ্গি। চারদিন ধরে মুম্বাইয়ে চলেছিল হামলা ৷ এলোপাথাড়ি গুলি আর বিস্ফোরণে ১৮ জন নিরাপত্তাকর্মী সহ মৃত্যু হয় ১৬৬ জন নিরীহ মানুষের। ক্ষতি হয় কোটি কোটি টাকার সম্পত্তি ।

মুম্বাই হামলার মতো ঘটনার পর উপকূলের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অনেকেই শঙ্কিত। উপকূলবর্তী স্থানীয় জেলেদের সংগঠনের মতে, পাকিস্তানের দশ সন্ত্রাসী একটি ছোট নৌকায় চড়ে ভারতে এসেছিল। উপকূল এতই অরক্ষিত যে তারা আরও বড় মাত্রায় এখানে আসতে পারে।

মুম্বাই হামলার পুলিশের সঙ্গে সংঘর্ষে নয় জঙ্গির মৃত্যু হলেও, একমাত্র জীবিত ধরা পড়ে আজমল আমির কাসব৷ ২০১২ সালের ২১ নভেম্বর ফাঁসি দেওয়া হয় তাকে৷ কিন্তু তা বলে কি সন্ত্রাসে ইতি! হয়তো নয়৷