পশ্চিমবঙ্গের মালদহে ২ মহিলাকে বিবস্ত্র করে মারধর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গে চোর সন্দেহে ২ মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে। ন্যক্কারজনক এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
উল্লেখ্য, সম্প্রতি মণিপুরে ২ নারীকে নগ্ন করে ঘোরানো এবং গণধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যেই পশ্চিমবঙ্গে একই ঘটনা ফের ভারতে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মালদহ জেলার বানগোলার পাকুয়াহাটে সপ্তাহের প্রতি মঙ্গলবার হাট বসে। হাটে ২ মহিলাকে চোর সন্দেহে আটক করে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ‘ওই ২ মহিলাকে কেউ জুতা দিয়ে মারছেন, কেউ কিল, চড়, ঘুসি, লাথি মারছেন। কেউ আবার চুলের মুঠি ধরে হ্যাঁচকা টান দিচ্ছেন। টানাটানির ফলে ওই দুই নারীর পরনের পোশাক খুলে যায়। তবুও থামেনি মারধর।’
ঘটনার সময় পাশেই দাঁড়িয়ে ছিল সিভিক পুলিশ। কিন্তু তাতেও থামেনি মারধর।
ঘটনার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় উঠেছে। পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে।