Wednesday, July 24, 2024
দেশ

গুজরাতে জিপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১১

বারওয়ালা, ২৭ অাগস্ট : আজ সকালে গুজরাতের বারওয়ালা সড়কে জিপ ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থানেই ১১ জন মারা যান। নিহতের মধ্যে ৬ জন পুরুষ এবং ৫ জন মহিলা।

গুজরাতের রাজধানী গান্ধীনগর থেকে ৩৬৪ কিলোমিটার দক্ষিণে বারওয়ালা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে অ্যাম্বুলেন্স সহ পুলিশ প্রশাসনের অফিসারা দুর্ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, ওই ট্রাকটিতে ১১ জন লোক ছিল, ট্রাকটি মহারাষ্ট্র থেকে গুজরাতের পালিতানার দিকে যাচ্ছিল।