Friday, April 26, 2024
দেশ

আসামে তৈরি ১০০ ফুট উঁচু দুর্গা প্রতিমা এবার গিনেস বুকে

দিসপুর: আসামের রাজধানী গুয়াহাটির বিষ্ণুপুর সর্বজনীন পূজা কমিটি এবার বিশ্বের সর্বোচ্চ দুর্গা প্রতিমা গড়েছে। ১০০ ফুট উঁচু এই দুর্গা প্রতিমা গিনেস বুকে ঠাঁই পেতে চলেছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

১০০ ফুটের দুর্গা প্রতিমাটি গড়ছেন আসামের প্রখ্যাত শিল্পী নুরুদ্দিন আহমেদ। দুর্গা প্রতিমাটি তৈরি করা হচ্ছে শুধু বাঁশ দিয়ে। গত ১লা আগস্ট থেকে শিল্পী নুরুদ্দিন প্রতিমাটি তৈরির কাজ শুরু করেন। কিন্তু গত ১৭ সেপ্টেম্বরের প্রবল ঝড়ে ভেঙে পড়েছিল ১১০ ফুট উঁচু বাঁশের দুর্গা মূর্তি। পরে উচ্চতা কমিয়ে ১০০ ফুট করা হয়। বর্তমানে প্রতিমার নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে।

শিল্পী নুরুদ্দিন আহমেদ বলেন, এই প্রতিমা তৈরিতে ব্যবহার করা হচ্ছে পাঁচ হাজার বাঁশ। খরচ হবে প্রায় ১১ থেকে ১২ লাখ রুপি। ১৯৭৫ সাল থেকে শুরু করে গত ৪২ বছরে ২০০টি প্রতিমা গড়েছেন তিনি।