বিজাপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম ১০ মাওবাদী
রায়পুর: ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে অন্তত ১০ মাওবাদী। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ বৈরামগড় থানা এলাকার এক জঙ্গলে গুলিবিনিময় হয় দু’পক্ষের মধ্যে।
বিজাপুরের পুলিশ সুপার মোহিত গর্গ জানিয়েছেন, স্পেশাল টাস্ক ফোর্স ও ডিস্ট্রিক্ট রিজার্ভ ফোর্সের যৌথ দল মাওবাদী দমন অভিযানে গিয়েছিল। তখনই দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এখনও পর্যন্ত ১০ মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। পাশাপাশি ১১টি অস্ত্র সংঘর্ষস্থল থেকে উদ্ধার হয়েছে।
SP Bijapur Mohit Garg: 10 Naxals neutralised in an encounter with STF & DRG in Bijapur, 11 weapons recovered #Chhattisgarh pic.twitter.com/OxmHGGpcmL
— ANI (@ANI) 7 February 2019
এখনও ওই এলাকায় তল্লাসি অভিযান চলছে। মৃত মাওবাদীদের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।