Tuesday, April 16, 2024
রাজ্য​

‘গরু পাচারের টাকায় সুকন্যার নামে ১৬ কোটির ফিক্সড ডিপোজিট’, মুখ খুললেন অনুব্রতর হিসেবরক্ষক মণীশ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এই মুহূর্তে দিল্লিতে হেফাজতে রয়েছে গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল। তাকে দফায় দফায় জেরা করে চলেছেন ইডি আধিকারিকরা। দীর্ঘ জেরার পরে গ্রেফতার করা হয়েছে অনুব্রত মন্ডলের হিসেবরক্ষক মণীশ কোঠারিকে।

ইডির দাবি, এদিন জেরায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন মণীশ কোঠারি। একদিন আগেই ইডির জেরায় দুর্নীতির সব দায় মণীশের উপর চাপান অনুব্রত। অন্যদিকে, এদিনের জেরায় পাল্টা মণীশের দাবি, গরু পাচারের কালো টাকাতেই অনুব্রতের মেয়ে সুকন্যার ১৬ কোটির ফিক্সট ডিপোজিট। মণীশ জানান, অনুব্রতর নির্দেশেই সিএ হিসেবে এ কাজ করেছেন তিনি।

এদিকে, আগামী ২০ তারিখের মধ্যে অনুব্রত কন্যা সুকন্যাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি। এবার হাজিরা এড়ালে কড়া পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে ইডি।