Saturday, September 23, 2023
কলকাতা

কেন শুধু তিন তালাক? শরিয়া আইনেরও অবসান ঘটানো হোক দাবি তসলিমার

নয়াদিল্লি ২২ আগস্ট: সুপ্রিম কোর্টের তিন তালাক প্রথা নিষিদ্ধ ঘোষণার ঐতিহাসিক রায়ে উচ্ছ্বসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরীন। তবে তার মতে, এই রায়ে মুসলিম মহিলাদের ‘স্বাধীনতা প্রাপ্তি’ হয়নি।

বিতর্কিত এই লেখিকার দাবি, তিন তালাক প্রথাকে অবলুপ্ত করে থেমে থাকলে চলবে না। এবার ১৪০০ বছরের পুরনো শরিয়া আইনেরও অবসান ঘটাতে হবে।

এ প্রসঙ্গে ট্যুইট করে তিনি বলেন, কেন শুধু তিন তালাক? গোটা ইসলামিক বা শরিয়াহ আইনের অবসান ঘটানো উচিত। মানবিকতার খাতিরে সব ধর্মীয় আইনকে অবলুপ্ত করা উচিত। তিনি যোগ করেন, ধর্মীয় আইন এবং প্রথা সম্বলিত ধর্ম সর্বদা মহিলা-বিরোধী হয়।

তিনি আরও বলেন, তিন তালাক কোরানে নেই। এই কারণেই কি এই প্রথার অবসান ঘটল? তার দাবি, কোরানে আরো অনেক অবিচার ও বৈষম্য রয়ে গিয়েছে। সেগুলি থাকা উচিত? প্রশ্ন তসলিমার।

সেইসাথে মুসলিম পার্সোনাল ল বোর্ডের অবলুপ্তি নিয়েও সোচ্চার হন তিনি। তার বদলে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার পক্ষে কথা বলেন তসলিমা।