Monday, November 17, 2025
কলকাতা

মমতা 25 কে 40 বানিয়ে দেন 10 মিনিটেই: শোভন চট্টোপাধ্যায়

কলকাতা: বিজেপিতে যোগদানের পর দলের সাথে মন-মানিল্য দূর করে সমাবেশে যোগ দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। আর প্রথম সমাবেশেই পুরনো দল তৃণমূল ও তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করলেন শোভন চট্টোপাধ্যায়। মমতার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুললেন তিনি।

কলকাতার প্রাক্তন এই মেয়রের অভিযোগ, আবাসনমন্ত্রী থাকাকালীন এক বছর গীতাঞ্জলি প্রকল্পে কোনও ঘর তৈরি হয়নি। এই নিয়ে বিধানসভায় প্রশ্ন করেন এক বিধায়ক। প্রশ্নের জবাবি উত্তর জানানোর জন্য বিধানসভায় আমাকে ডেকে পাঠান মমতা। আমি গেলে বলেন বলতে, ২৫ লাখ ঘর তৈরির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। বিধানসভায় গিয়ে আমি সেকথা বলি। পিছন থেকে উঠে দাঁড়িয়ে মমতা বলেন, না ওটা ৪০ লাখ হবে। ১০ মিনিটের মধ্যে নিজের কথা বদলে ফেলেন উনি। মুখ্যমন্ত্রীর বিশ্বাসযোগ্যতার কথা ভেবে সেদিন চুপ ছিলাম আমি।

পাশাপাশি, শোভনবাবু এদিনও দাবি করেন, বিজেপির হাত ধরেই জন্ম হয়েছিল তৃণমূলের। এরপরেই হুঙ্কার দিয়ে তিনি বলেন, একুশের ভোটেই বিজেপির হাত ধরে তৃণমূলের ধ্বংস হবে। তাঁর কথায়, যে বিজেপির হাত ধরে তৃণমূল তৈরি হয়েছিল সেই বিজেপিই ধ্বংস করবে তৃণমূলকে।

শোভনবাবু হুঁশিয়ারি দিয়ে এদিন বলেন, ওসব মন্ত্রিত্ব হাওয়াই চটির মতো ছুঁড়ে ফেলে দিতে পারি। তাঁর দাবি, ২০১৮ সালে বাংলায় পঞ্চায়েত নির্বাচন হতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বিনা নির্বাচনে একের পর এক জেল পরিষদ দখল করে নিয়েছিল তৃণমূল।