বিশ্বের ধনী ক্রীড়াবিদ
মার্কিন সাময়িকী ফোর্বস সম্প্রতি বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী ১০০ জন ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করে। গত ১২ মাসের নিজ নিজ খেলায় সক্রিয় ক্রীড়াবিদরা এই তালিকায় স্থান পায়।
মোট ১০০ জন ক্রীড়াবিদের মধ্যে মাত্র ৯ জন ফুটবলার। কোন দেশেরই ২ জনের বেশি এই সর্বোচ্চ ধনী ক্রীড়াবিদের তালিকায় স্থান পাননি।
শীর্ষ ৩ ধনী ক্রীড়াবিদের তালিকায় প্রথমে রয়েছেন ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর বার্ষিক আয় ৭১.৮ মিলিয়ন পাউন্ড।

দ্বিতীয় স্থানে রয়েছেন বাস্কেটবল খেলোয়াড় লেফরন জেমস। তাঁর বার্ষিক আয় ৬৬.৬ মিলিয়ন ডলার।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ফুটবলার লিওয়েল মেসি। তাঁর বার্ষিক আয় ৬১.৮ মিলিয়ন ডলার।

রিয়াল মাদ্রিদের পর্তুগিজ এই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো একটানা দু’বার শীর্ষ ধনী ক্রীড়াবিদ হন। এর আগে একটানা ১৫ বছর ধরে আয়ের শীর্ষে ছিলেন গলফ ‘আইকন’ টাইগার উডস।
১০০ জনের এই তালিকায় একজন মহিলা ক্রীড়াবিদের নাম রয়েছে। তিনি হলেন মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। তাঁর অবস্থান ৫১তম।