Thursday, July 18, 2024
দেশ

শীঘ্রই বাজারে আসছে নতুন ৫০ টাকার নোট

নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করল যে, শীঘ্রই বাজারে আসছে ৫০ টাকার নতুন নোট।আরবিআই এর তথ্য অনুযায়ী নতুন নোটের পাশাপাশি পুরোনো ৫০ টাকার নোটগুলিও বৈধ থাকবে।

আরবিআই-এর ঘোষণা অনুযায়ী, নতুন এই নোটে প্রথমেই মহাত্মা গান্ধীর ছবি থাকবে। নতুন ৫০ টাকার নোটের বিশেষত্ব হচ্ছে টাকর উল্টো পিঠে কর্ণাটকের বিখ্যাত স্থাপত্য হাম্পির রথের ছবি রয়েছে। নতুন এই নোটের রঙ হবে ফ্লুরোসেন্ট নীল রঙের।নতুন নোটে স্বচ্ছ ভারত লোগো এবং স্লোগানও রয়েছে।