Saturday, April 20, 2024
দেশ

মিশন ২০১৯-এ বিজেপির লক্ষ্য অন্তত ৩৬০টি আসন: অমিত শাহ

নয়াদিল্লি: দলের শীর্ষনেতাদের সঙ্গে বৈঠকে বিজেপি সভাপতি অমিত শাহ ঘোষণা করেন আগামী ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তাঁদের লক্ষ্য ৩৬০ টিও বেশি আসন। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন প্রকাশ জাভড়েকর, নির্মলা সীতারমন, অনন্ত কুমার, ধর্মেন্দ্র প্রধান, মনোজ সিনহা, রবিশঙ্কর প্রসাদ, জেপি নাড্ডা সহ বিভিন্ন নেতাকর্মীরা।

সূত্রের খবর, ওই বৈঠকে বিজেপির নেতারা মূলত দুটি বিষয়ের উপর জোর দেন। কোন কোন রাজ্যে বিজেপির সাংগঠনিক দুর্বলতা রয়েছে। এবং গত ২০১৪ সালের লোকসভা নির্বাচনে যে বিজেপি আসনগুলিতে হেরে যায়, এবারের নির্বাচনে সেগুলি তাদের দখলে আনতে হবে।

বিজেপি সভাপতি এবারের নির্বাচনে পশ্চিমবাংলা, ওড়িশা, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের মতো রাজ্যগুলির উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন।

উল্লেখ্য গত ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ২৮২টি আসন জিতেছিল। যেখানে একক সংখ্যাগরিষ্ঠ দল হতে গেলে প্রয়োজন ২৭২টি আসন। বিজেপি সেই হিসাবে ১০টি আসন বেশি পেয়েছিল। তবে গতবারের চেয়ে এবার বেশি আসনে জয়লাভ করতে আশাবাদী অমিত শাহ।