Thursday, March 28, 2024
আন্তর্জাতিক

ডোকলাম ইস্যুতে ভারতের পাশে জাপান

নয়াদিল্লি: ডোকলাম ইস্যুতে ফের বড়সড় ধাক্কা খেল চিন। মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার ডোকলম ইস্যু নিয়ে ভারতের পাশে জাপান৷ ভারত-চিন সীমান্তে গত দুমাস ধরে ডোকলাম ইস্যু নিয়ে ভারত ও চিনের মধ্যে টানাপোড়েন অব্যাহত রয়েছে৷ এই চলমান অস্থিরতা প্রসঙ্গে ভারতে জাপানের দূত কেনজি হীরামাৎসুক জানিয়েছেন, তাঁরা পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন।

জাপানের রাষ্ট্রদূত আরও জানিয়েছেন, ভারত ও চিনের উভয় দেশেরই উচিৎ নিজেদের মধ্যে হওয়া চুক্তিকে সম্মান করা। জোর করে কিংবা প্রভাব খাটিয়ে কোনও পরিবর্তন আনা চেষ্টা না করা ৷ এবং সমস্যা সমাধানে দুই পক্ষের একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেওয়া৷