Monday, September 16, 2024
কলকাতা

ফ্ল্যাট দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ, নুসরতকে তলব করলো ইডি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফ্ল্যাট বিক্রির নামে মানুষের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহানকে (Nusrat Jahan) তলব করলো ইডি। আগামী মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জিজ্ঞাসাবাদের জন্য নুসরাতকে তলব করেছে ইডি। এই খবর প্রকাশ্যে আসতেই উত্তাল রাজ্য রাজনীতি।

এদিকে, ইডির তলবের বিষয়ে বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত বলেন, ‘তাই? ইডি আমাকে নোটিশ পাঠিয়েছে? কাজের চাপে সকাল থেকে মেইল চেক করার সময় হয়নি! তবে নোটিশ আসলে অবশ্যই ইডিকে তদন্তে সহযোগিতা করবো।’

অভিযোগ, সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর ছিলেন রাকেশ সিং, নুসরাত জাহান, রূপলেখা মিত্র-সহ মোট ৮ জন। ফ্ল্যাট দেওয়ার নাম করে তারা ৫০০ জনের থেকে টাকা তুলেছিলেন বলে অভিযোগ। এই ঘটনার পরে কয়েক বছর পেরিয়ে গেলেও ফ্ল্যাট পাননি টাকা জমা দেওয়া ওই ৫০০ মানুষ।