সনাতন ধর্ম নিয়ে কুরুচিকর মন্তব্য, উদয়নিধির শিরচ্ছেদ করতে পারলে ১০ কোটি টাকা পুরস্কার ঘোষণা অযোধ্যার মহন্তের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: সম্প্রতি সনাতন ধর্মকে ম্যালেরিয়া, ডেঙ্গু, করোনার সঙ্গে তুলনা করে নির্মূলের ডাক দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিন (Udhayanidhi Stalin)। ডিএমকে নেতার এহেন মন্তব্যে বেজায় চটেছেন সাধুসন্তরা। এবার অযোধ্যার মহন্ত পরমহংস আচার্য কড়া হুঁশিয়ারি দিয়েছেন উদয়নিধির বিরুদ্ধে।
স্ট্যালিন পুত্রের কেউ শিরচ্ছেদের করলে তাঁকে ১০ কোটি টাকা পুরস্কার দেবেন বলেও ঘোষণা করেছেন অযোধ্যার মহন্ত পরমহংস আচার্য। এমনকি নিজে উদয়নিধির মাথা কাটবেন বলেও চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
পরমহংস আচার্য বলেন, ‘যদি ১০ কোটিতে কাজ না হয়, তবে পুরস্কার মূল্য বাড়ানো হবে। সনাতন ধর্মের ইতিহাস না পড়ে আলটপকা মন্তব্য করেছেন উদয়নিধি। এর জন্য অবিলম্বে ক্ষমা চাইতে হবে ওকে। নচেৎ কঠোর শাস্তি দেওয়া হবে। আমি নিজে হাতে ওর শিরচ্ছেদ করব।’
পরমহংস আচার্যের দাবি, ‘১০০ কোটি মানুষের ভাবাবেগে আঘাত করেছেন উদয়নিধি।’
এদিকে, এই হুমকিতে একদমই বিচলিত নন বলে জানিয়েছেন উদয়নিধি। স্ট্যালিন পুত্র বলেছেন, ‘এই সমস্ত হুমকিতে আমি বিন্দুমাত্র বিচলিত নই।’