Sunday, June 23, 2024
দেশ

‘নিজের মেয়ের সঙ্গে এক ঘরে থাকা উচিত নয় বাবার’, বিতর্কিত মন্তব্য সপা নেতা আবু আজমির

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের বিতর্কিত মন্তব্য করলেন সমাজবাদী পার্টির নেতা আবু আজমির। মহিলাদের নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “নিজের মেয়ের সঙ্গে এক ঘরে থাকা উচিত নয় বাবার।” সপা নেতার এহেন মন্তব্যে তীব্র বিতর্ক ছড়িয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রীসভায় নয়া বিল পাস হয়েছে। ওই বিলে মেয়েদের বিয়ের বয়েস বাড়ানোর কথা বলা হয়েছে। ১৮ বছর থেকে বাড়িয়ে মেয়েদের বিয়ের বয়েস ২১ করা হয়েছে। ওই বিলের প্রসঙ্গে বলতে গিয়ে আবু আজমির বলেন, “নিজের মেয়ের সঙ্গে এক ঘরে থাকা উচিত নয় বাবার।” এতে শয়তান ভর করতে পারে। ছোটবেলা থেকে তাঁদের এই শিক্ষা দেওয়া হয়েছে বলেও দাবি করেন ওই সপা নেতা। তার এই বক্তব্যে শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়।

নেটিজেনদের অনেকেই আবু আজমির দিকে বিভিন্ন প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। কেউ কেউ জানতে চেয়েছেন, আবু আজমির বাড়িতে তার মেয়ে আয়েশা নিরাপদ কিনা?

তবে এবারই প্রথম নয়, এর আগেও বহুবার বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছে আবু আজমিকে। মেয়েদের ধর্ষণের জন্য খাটো পোশাককে দায়ি করেছিলেন তিনি। তার সেই মন্তব্য নিয়েও তীব্র সমালোচনা হয়।