আর্থিক বৃদ্ধিতে বিশ্বে ফার্স্ট বয় ভারত, GDP বৃদ্ধির হার ৭.৮ শতাংশ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের জিডিপি এপ্রিল-জুন ত্রৈমাসিকে (২০২৩-২৪) ৭.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা জানুয়ারি-মার্চ কোয়ার্টারের ৬.১ শতাংশের চেয়ে বেশি। রীতিমতো বিশ্বে চলা আর্থিক মন্দার বাজারে ভারতের আর্থিক বৃদ্ধির হার সন্তোষজনক। করোনা পরবর্তী সময়ে ভারত দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতিগুলির মধ্যে একটি।
অর্থনীতিবিদরা জানিয়েছেন, মূলত সরকারি খাতে বরাদ্দ ও পরিষেবায় খরচের ফলেই ভারতের অর্থনীতিতে চাঙ্গাভাব দেখা গেছে। গতবছরের প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল ১৩.১ শতাংশ।
রিয়েল জিডিপি ৪০.৩৭ লাখ কোটি হয়েছে, যেটা গত বছরের এই সময় ছিল ৩৭.৪৪ কোটি। আর্থিক পরিষেবা বৃদ্ধি পেয়েছে ১২.২ শতাংশ, অন্যদিকে ম্যানুফ্যাকচারিং খাতে বৃদ্ধির হার শ্লথ হয়ে ৪.৭ শতাংশ। ফিনান্সিয়াল সার্ভিসেসের মধ্যে হোটেল ইত্যাদি সেক্টরে ৯.২ শতাংশ বৃদ্ধি হয়েছে।
এদিকে, চিনের অর্থনীতির অবস্থা টলমল। সেখানে বড় অর্থনীতির মধ্যে অন্যতম সবচেয়ে বেশি বৃদ্ধির হার ধরে রেখে বিশ্বে ফার্স্ট বয় ভারত।