Thursday, April 25, 2024
বিনোদন

৭ বছর বাদে আবারও জুটি বাঁধছেন অজয়-কাজল

প্রায় দীর্ঘ সাত বছর পর বাঙালি পরিচালক প্রদীপ সরকারের পরবর্তী সিনেমার মাধ্যমে একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন অজয়-কাজল। তবে নতুন এই সিনেমার নাম এখনও ঠিক হয়নি। সর্বশেষ তাঁদের এক সাথে দেখা গিয়েছিল ২০১০ সালে ‘টুনপুর কা সুপার হিরো’ সিনেমায়।

উল্লেখ্য কাজল ও অজয় দেবগণ প্রথমবারের মতো জুটি বাঁধেন ১৯৯৪ সালে ‘গুন্ডারাজ’ সিনেমায় মাধ্যমে। এরপরে হালচাল, ইশক, দিল ক্যায়া করে, প্যায়ার তো হোনা হি থা, রাজু চাচা সহ একাধিক জনপ্রিয় সিনেমায় জুটি বাঁধতে দেখা গেছে তাঁদের।