Thursday, September 28, 2023
দেশ

ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং

চণ্ডীগড়: ধর্ষণের মামলায় পঞ্জাব-হরিয়ানার স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিমকে দোষী সাব্যস্ত করল পাঁচকুলার সিবিআই আদালত। আগামী ২৮ অাগস্ট সোমবার মামলায় দোষীর সাজা ঘোষণা করবে আদালত।

আজ রায় ঘোষণার সঙ্গে সঙ্গে পঞ্চকুলা শহরে তাণ্ডব শুরু করে গুরমিত রাম রহিমের সমর্থকরা। পাঞ্জাব এবং হরিয়ানায় বিশৃঙ্খলা এড়াতে আগে থেকেই গোটা শহরে জারি হয় ১৪৪ ধারা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার থেকেই আধাসামরিক বাহিনী এবং ৫৭ হাজার পুলিশকর্মী নিয়োগ করে হরিয়ানা সরকার। দিল্লি, উত্তর প্রদেশেও জারি করা হয় সতর্কতা।

উল্লেখ্য, ২০০২ সালে ঘটে ধর্ষণের ঘটনাটি। ২০০২ সাল থেকে চলছে এই মামলা। বহুদিন ধরে মামলাটি চলার পর অবশেষে আজ শুক্রবার ঘোষণা করা হলো মামলার রায়৷