Tuesday, November 18, 2025
আন্তর্জাতিক

গ্রেফতার মুম্বাই হামলার মূলচক্রী জাকিউর রহমান লাকভি

মুম্বাই: ২৬/১১ মুম্বাই হামলার মাস্টার মাইন্ড লস্কর-ই-তৈয়বার কমান্ডার জাকিউর রহমান লাকভিকে ফের গ্রেফতার করল পাকিস্তান। সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে শনিবার তাকে গ্রেফতার করে পাক পাঞ্জাবের সন্ত্রাসদমন বিভাগ (CTD)। ২৬/১১ সন্ত্রাসি হামলার অন্যতম চক্রী লাকভি ২০১৫ সাল থেকে জামিনে ছিল।

পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি কার্যকলাপের মাথা এই লাকভি। CTD-র মুখপাত্র জানিয়েছেন, জঙ্গি কার্যকালপে টাকা জোগানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। অফিস খুলে দাতব্য চিকিৎসার নামে টাকা তুলে তা খরচ করা হতো জঙ্গি কার্যকলাপে। সেই টাকা নিজের ব্যক্তিগত খরচেও ব্যবহার করতেন লাকভি।

২০০৮ সালের বাণিজ্যনগরী মুম্বাইয়ে ঢুকে পড়ে ১০ পাক জঙ্গি। মুম্বাইয়ের একাধিক জায়গায় নির্বিচারে গুলি করে হত্যা করে ১৬৬ জনকে। আহত হন ৩০০ জন। জঙ্গি আজমল কাসবকে জীবন্ত পাকড়াও করা হয়। তাকে জেরা করেই গোটা হামলার বিষয়ে জানা যায়। মুম্বাই হামলায় অংশ নেওয়ার জন্য কাসবের পরিবারকে লাখ লাখ টাকা দিয়েছিল লাকভিই।

২০০৮ সালে মুম্বাই হামলার পর লাকভিকে কুখ্যাত সন্ত্রাসীদের তালিকায় অন্তর্ভুক্ত করে রাষ্ট্রসংঘ। লাকভি গ্রেফতার করেছিল পাক সরকার। প্রায় ৬ বছর জেল খাটার পর ২০১৫ সালে জামিন পায় লাকভি। এবার ফের তাকে গ্রেফতার করা হল।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।