Thursday, April 25, 2024
দেশ

ফেসবুকে ভারত বিরোধী পোস্ট, গ্রেফতার যুবক

কলকাতা, ২৭ জুলাই : আরশিদ আলি নজর নামে কাশ্মীরের এক ‌যুবককে গ্রেফতার করেছে লেক থানার পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাকিস্তানের পক্ষে ভারত বিরোধী পোস্ট করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় জনগণ তাকে লেক থানার পুলিশের হাতে তুলে দেন। অভিযুক্ত আরশিদ আলি নজর প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি গেস্ট হাউজ়ে দীর্ঘ ১৫ বছর ধরে থাকত।

অভিযুক্ত আরশিদ আলি নজরের কলকাতায় বসবাসের কারন কী? সে কী করত, কাদের সঙ্গে তার যোগাযোগ ছিলো? এসব খতিয়ে দেখছে পুলিশ।
অবশ্য পুলিশ এব্যাপারে এখনই কিছু জানাচ্ছেন না। অ্যান্টি টেররিজ়ম স্কয়্যাড (ATS) অভিযুক্তকে জেরা করছে।

উল্লেেখ্য সম্প্রতি একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া অগ্নিগর্ভ রূপ নেয়। সংঘর্ষের জেরে হতাহত হয় বহু মানুষ। এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা। কয়েকদিনের জন্যে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। এই ঘটনার পর থেকে তৎপর প্রশাসন।