Tuesday, January 27, 2026
Latestদেশ

জনস্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোর উন্নয়নে ভারতকে ৮,২০০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাঙ্ক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের জনস্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোকে (India’s Public Healthcare Infrastructure) আরও উন্নত করতে ভারতকে ৮,২০০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাঙ্ক। শুক্রবার এই বিষয়ে ভারত ও বিশ্বব্যাঙ্ক ১ বিলিয়ন মার্কিন ডলার (৮ হাজার ২০০ কোটি টাকা) ঋণ সংক্রান্ত চুক্তিতে সই করেছে।

বিশ্ব ব্যাঙ্ক এক বিবৃতিতে জানিয়েছে, এই টাকা প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশনকে আরও ভালো করে গড়ে তুলবে। এই টাকার সাহায্যে সারা দেশজুড়ে জনস্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোকে আরও উন্নত করবে।

জানা গেছে, বিশ্ব ব্যাঙ্কের ঋণ দেওয়া এই বিশাল অঙ্কের টাকা অর্ধেক দিয়ে অন্ধ্রপ্রদেশ, কেরালা, মেঘালয়, ওড়িশা, পাঞ্জাব, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের উপর অধিক গুরুত্ব দেওয়া হবে।