Sunday, September 15, 2024
রাজ্য​

‘‌পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের নামে প্রহসন চলছে’‌

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শনিবার সকাল থেকে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচন। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসছে। ছাপ্পা ভোট, বোমাবাজি, গোলাগুলি থেকে শুরু করে খুনের ঘটনার ছবি সামনে এসেছে।

রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ভিডিও টুইট করে জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করা হচ্ছে না। ভোটের নামে প্রহসন চলছে।

টুইটে সুকান্ত মজুমদার লিখেছেন, ‘‌দিদি এবং তাঁর দুষ্কৃতীরা এভাবেই ভোটকে প্রহসনে পরিণত করেছে। কোচবিহার জেলায় ব্যালট বাক্সে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনী অফিসাররা পালিয়ে গিয়েছেন। কোথায় রাজ্য নির্বাচন কমিশন?‌ আদালতের রায়কেও পালন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’‌


কোচবিহারের দক্ষিণ বিধানসভা ফলিমারি গ্রাম পঞ্চায়েতে ভোটেরহাট ৪/৩৮ নম্বর বুথে বোমাবাজির অভিযোগ উঠেছে। মহাদেব বিশ্বাস নামে বিজেপির এক এজেন্টকে খুনের অভিযোগ উঠেছে।


রাজ্য বিজেপির সভাপতির টুইট করা ভিডিওতে দেখা যাচ্ছে, একজন প্রিসাইডিং অফিসার ব্যাখ্যা করছেন কেমন করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বুথ দখল করেছে। সুকান্ত মজুমদার বলেছেন, এটা ভোটের নামে প্রহসন। এমনকি আদালতের নির্দেশ পর্যন্ত পালন করা হল না।