Thursday, September 19, 2024
রাজ্য​

পঞ্চায়েতে চলছে দেদার ছাপ্পা ভোট, গতরাত থেকে এখনও খুন হয়েছেন ৭ জন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শনিবার সকাল থেকে শুরু হয়েছে পঞ্চায়েত ভোটের লড়াই। পঞ্চায়েত ভোট ঘিরে উত্তেজনা রাজ্য জুড়ে। একাধিক অশান্তির ঘটনায় গতরাত থেকে প্রাণ হারিয়েছেন বহু মানুষ।

জানা গেছে, শনিবার সকালে ভোট দিতে যাওয়ার সময় ১০-১১ জন তৃণমূল কর্মীর ওপর চড়াও হয় কংগ্রেস সমর্থিত দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র দিয়ে কোপ চালানো হয় তৃণমূল কর্মীদের লক্ষ্য করে। সেই হামলাতেই মৃত্যু হয়েছে হামজাদ আলী হালসানার।

এদিকে, শুক্রবার গভীর রাতে পূর্ব বর্ধমানের আউশগ্রামে সিপিএম কর্মীর মৃত্যু হয়েছে। নিহতের নাম নাম রাজিবুল হক। আউশগ্রামের বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথের সামনে তৃণমূল ও সিপিএমের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে তাঁর।

কোচবিহারের ফলিমারিতে বিজেপির পোলিং এজেন্টকে খুনের অভিযোগ। নিহতের নাম মাধব বিশ্বাস। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে গুলি করে খুন করেছে।

রেজিনগর, তুফানগঞ্জ এবং খড়গ্রামে তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করার অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার অন্তর্গত নাজিরপুর এলাকায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মীর। মৃতের নাম ইয়াসিন শেখ।

মুর্শিদাবাদের বেলডাঙা থানার অন্তর্গত কাপাসডাঙা ষষ্ঠীতলা এলাকায় বাবর আলি নামক এক তৃণমূল কর্মী খুন হয়। মুর্শিদাবাদের খড়গ্রামেও একটি ফাঁকা জমি থেকে তৃণমূল কর্মী সাবিরুদ্দিন শেখের দেহ উদ্ধার হয়েছে।

এদিকে অপর এক ঘটনায় মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক তৃণমূলের কর্মীকে খুনের অভিযোগ। মনোনয়ন পর্ব শুরুর পর থেকে রাজ্যে পঞ্চায়েত অশান্তির বলি হয়েছেন মোট ২৫ জন।

এদিকে, ভোটগ্রহণ শুরু হতেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ছাপ্পা ভোটের অভিযোগ আসছে।