Saturday, July 27, 2024
কলকাতা

ব্রিজে ফাটল দেখলেই মন্ত্রীকে হোয়াটসঅ্যাপ করুন

কলকাতা: এবার কোথাও কোনও ব্রিজের হাল যদি খারাপ থাকে, তাহলে এবার সরাসরি জানানো যাবে পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিমকে। শুধু খারাপ হালের তথ্য নয়, ওই সেতুর ছবি হোয়াটসঅ্যাপে পাঠানোও যাবে মন্ত্রীকে। এ জন্য নিজের হোয়াটসঅ্যাপ নম্বর (৯৮৩০০৩৭৪৯৩) দিয়ে ব্রিজের ছবি তুলে পাঠানোর আবেদনও জানিয়েছেন ফিরহাদ হাকিম।

বৃহস্পতিবার সারাদিন কলকাতার বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্রিজ পরিদর্শন করবেন রাজ্যের নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন কালীঘাট ব্রিজ দিয়ে শহরের ব্রিজ পরিদর্শন শুরু করেন তিনি। কালীঘাটের পর ফিরহাদ হাকিম যান বিজন সেতু পরিদর্শনে। এরপর মন্ত্রীর গন্তব্য ছিল ঢাকুরিয়া ব্রিজ। এরপর বাঘাযতীন ব্রিজ হয়ে তপসিয়ায় তৃণমূল পার্টি অফিসের কাছে আম্বেদকর সেতু। এরপর চিংড়িঘাটা ব্রিজ, উল্টোডাঙা ব্রিজ, অরবিন্দ সেতু, বঙ্কিম সেতু পরিদর্শন করেন তিনি।

ফিরহাদ হাকিম বলেন, তিন দিনের মধ্যে কালীঘাট ব্রিজ এর সংস্কারের কাজ শুরু হবে। ১০ দিনের মধ্যে কাজ সম্পন্ন হয়ে যাবে। তিনি জানান, কেএমডিএ বেশকিছু ব্রিজ তৈরি করেছে। সেইসব ব্রিজগুলির স্বাস্থ্য কেমন, তা দফতরের অফিসার এবং আধিকারিদের জানাতে পারবেন সাধারণ মানুষ। হোয়াটসঅ্যাপ মেসেজগুলি তিনি নিজেও দেখবেন। যদি ব্রিজে ফাটল দেখা দেয় বা রক্ষণাবেক্ষণের অভাব দেখা দেয়, তবে সাধারণ মানুষের বার্তার অপেক্ষায় থাকবেন দপ্তরের অফিসাররা। অভিযোগ (এক্ষেত্রে ছবি) দেখতে পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

ব্রিজগুলির অবস্থা তৎকাল জানতে নিজের হোয়াটসঅ্যাপ নম্বরটি (9830037493) জনগণকে জানিয়েছেন। নাম-সহ ব্রিজের ছবি তুলে পাঠানোর অনুরোধ জানিয়েছেন মন্ত্রী। এইভাবে জনগণের সচেতনতার মাধ্যমে ব্রিজের নজরদারি সম্ভব বলেও মত প্রকাশ করেছেন তিনি।