Saturday, April 20, 2024
রাজ্য​

বাংলায় এই প্রথম, বর্জ্য প্লাস্টিক দিয়ে নীল-সাদা রাস্তা তৈরি করা হলো বর্ধমানে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দূষণ বাড়ছে ব্যাপকহারে। আর দূষণের ছিল অন্যতম কারণ হলো মাত্রাতিরিক্ত প্লাস্টিকের (Plastic) ব্যবহার। তাই প্লাস্টিকের ব্যবহার কমানোর দাবি তুলছেন পরিবেশবিদরা। দাবি জানানো হচ্ছে, প্লাস্টিকের বিকল্প ব্যবহারের। প্লাস্টিক বর্জ্যের সমস্যা সমাধানে দেশের বিভিন্ন জায়গায় প্লাস্টিক বর্জ্য দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে।

পশ্চিমবঙ্গে এই প্রথম। প্লাস্টিক বর্জ্য দিয়ে নীল রংয়ের পিচের রাস্তা নির্মাণ করা হয়েছে পূর্ব বর্ধমানের রায়নায়। রায়না-২ ব্লকের একলক্ষ্মী টোল থেকে রাউতারা ব্রিজ পর্যন্ত এই নতুন রাস্তার উদ্বোধন করেছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।

পিচের সঙ্গে প্লাস্টিক বর্জ্য মিশিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে। রায়নার এই রাস্তার উপর একটি নীল রঙের কোট দেওয়া হয়েছে। যা রাস্তাটিকে আরও টেকসই করে তুলবে। জানা গেছে, রাস্তাটি তৈরি করতে মোট খরচ হয়েছে ২২ লাখ ৯৭ হাজার টাকা।