Thursday, April 25, 2024
রাজ্য​

বিধানসভায় ফের শূন্য হল কংগ্রেস, তৃণমূলে যোগ দিলেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস। সাগরদিঘিতে কংগ্রেসের টিকিটে জেতার তিন মাসের মধ্যে তৃণমূলে যোগ দিলেন তিনি। সোমবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন বাইরন।

উল্লেখ্য, এই যোগদানের ফলে বিধানসভায় শূন্য হলো কংগ্রেস। তাদের এক মাত্র বিধায়ক ছিলেন বাইরন। তাঁকে দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়তে হবে না।

বাইরনের দলবদল প্রসঙ্গে অভিষেক বলেন, ‘বিধানসভায় ভোটে জেতার পর বাইরনের সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল। জনসংযোগ যাত্রাতেও আমাদের কথা হয়েছিল। বিজেপির বিরুদ্ধে লড়তে বাইরন তৃণমূলে যোগ দিলেন। আমি তাঁকে স্বাগত জানাই। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের সৈনিক হিসেবে জোর গলায় লড়াই করবেন।’

কংগ্রেস ত্যাগ প্রসঙ্গে বাইরন বলেন, ‘আরও বেশি মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত। সাগরদিঘির সাধারণ মানুষের কথা চিন্তা করেই এই পদক্ষেপ নিয়েছি।’

এই দলবদল প্রসঙ্গে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোজ চক্রবর্তী বলেন, ‘মীরজাফরের থেকেও বড় বিশ্বাসঘাতকতা করেছেন বাইরন। সাগরদিঘির মানুষের ভোটে জিতে এই দলবদল বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই নয়। আগামী দিনে মানুষ এর জবাব দেবে।’