বাংলাদেশ সফরে যশোরেশ্বরী কালী মন্দির, ওড়াকান্দিতে যাবেন মোদী
কলকাতা: আগামী ২৬ মার্চ দু’দিনের বাংলাদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনার প্রকোপ শুরুর পর এটাই নমোর প্রথম বিদেশ সফর। দু’দিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। সফরের প্রথম দিন, ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নমো। সফরের দ্বিতীয় দিন, ২৭ মার্চ যশোরেশ্বরী কালী মন্দির এবং হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান ওড়াকান্দিতে যাবেন নরেন্দ্র মোদী।।
বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ – ‘মুজিব বর্ষ’ উদযাপনের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানেও হাজির থাকবেন মোদী।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদী। বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ এবং বিদেশমন্ত্রী একে আবদুল মোমের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
সফরের দ্বিতীয় দিন, ২৭ মার্চ সাতক্ষীরার শ্যামনগরে যাবেন মোদী। পুজো দেবেন ঈশ্বরীপুরের যশোরেশ্বরী কালী মন্দিরে। হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান গোপালগঞ্জের কাশিয়ানী থানার ওড়াকান্দিতেও যাবেন মোদী।
উল্লেখ্য, শেষবার ২০১৫ সালে বাংলাদেশে গিয়েছিলেন মোদী। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থস্থান যশোরেশ্বরী কালী মন্দির এবং মতুয়াদের মন্দির ওড়াকান্দি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত সংশ্লিষ্ট মহলের।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

