Saturday, September 23, 2023
দেশ

রক্তপাত বন্ধে পাকিস্তানের সঙ্গে সংলাপ অপরিহার্য: মেহবুবা

শ্রীনগর: কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, রক্তপাত বন্ধ করতে হলে পাকিস্তানের সঙ্গে ভারতের আলোচনায় বসতে হবে। এছাড়া কোনো বিকল্প নেই। সোমবার এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, পাকিস্তানের সঙ্গে সবগুলো যুদ্ধে ভারত জয়ী হয়েছে। কিন্তু এখন দরকার সংলাপ, যদি আমরা রক্তপাত বন্ধ করতে চাই।

তিনি বলেন, তার এই মন্তব্যকে মিডিয়া হয়তো জাতীয়তাবিরোধী বা রাষ্ট্রদ্রোহী হিসেবে উল্লেখ করতে পারে। তিনি বলেন, আমরা যদি আলোচনা না করি তাহলে কে করবে? বিহারের লোকজন এসে করবে?

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরে সামনেই পঞ্চায়েত নির্বাচন। জঙ্গি হামলার জেরে সেই নির্বাচন নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। সূত্রের খবর, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন পিছোনর সিদ্ধান্ত নিতে পারে মুফতি সরকার। মত আছে বিরোধী ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেসেরও। তবে ১৫ই ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকেই এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। পঞ্চায়েত ভোট পিছলে কিংবা স্থগিত হলে বিজেপির অস্বস্তি কয়েকগুন বাড়বে তা বলাই বাহুল্য।