Wednesday, April 23, 2025
Latestদেশ

‘কংগ্রেস দেশজুড়ে ভোটব্যাঙ্ক রাজনীতির ভাইরাস ছড়িয়েছে’, ওয়াকফ বিরোধিতা প্রসঙ্গে কটাক্ষ মোদীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ওয়াকফ (সংশোধনী) আইনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। কংগ্রেস ও বিরোধী দলগুলির অভিযোগের জবাব দিতে এবার সরাসরি ময়দানে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার হরিয়ানার হিসার বিমানবন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান।

প্রধানমন্ত্রীর অভিযোগ, “কংগ্রেস সংবিধানকে ক্ষমতা অর্জনের হাতিয়ার করেছে। জরুরি অবস্থার সময় তারা সংবিধানের চেতনাকে হত্যা করেছিল। আজ সংবিধান ধর্মনিরপেক্ষ নাগরিক বিধির কথা বলে, কিন্তু কংগ্রেস তা কখনও বাস্তবায়ন করেনি।”

তিনি আরও বলেন, উত্তরাখণ্ডে যখন অভিন্ন নাগরিক বিধি (Uniform Civil Code) কার্যকর হয়েছে, তখন কংগ্রেস এর বিরোধিতা করছে। সংরক্ষণের সুবিধা আদৌ তফশিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণির কাছে পৌঁছেছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন মোদী। তিনি অভিযোগ করেন, “বিআর আম্বেদকরের মতামতকে উপেক্ষা করে কংগ্রেস ধর্মীয় ভিত্তিতে সংরক্ষণ ও ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত নিয়মে পরিবর্তন এনেছে, শুধুমাত্র ভোটব্যাঙ্ক রক্ষার জন্য।”

ওয়াকফ আইন নিয়ে মোদীর দাবি, “লক্ষ লক্ষ হেক্টর জমি ওয়াকফ সম্পত্তি হিসেবে নথিভুক্ত। অথচ এই জমির যথাযথ ব্যবহার হয়নি। বরং ভূমি মাফিয়ারা দরিদ্র, দলিত, অনগ্রসর এবং বিধবাদের জমি লুট করেছে। নতুন ওয়াকফ আইনের মাধ্যমে এই লুটপাট বন্ধ হবে। নতুন আইনে আদিবাসীদের জমি বা সম্পত্তি ওয়াকফ বোর্ডের আওতা থেকে বাইরে থাকবে। এটাই প্রকৃত সামাজিক ন্যায়বিচার।”

প্রধানমন্ত্রী আরও বলেন, কংগ্রেস শুধু আম্বেদকরকে ব্যবহার করেছে, কিন্তু কখনও তাঁকে সম্মান দেয়নি। “তাঁকে নির্বাচনে হারানো হয়েছিল, সিস্টেম থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছিল। মৃত্যুর পরেও তাঁর স্মৃতি মুছে ফেলার ষড়যন্ত্র করেছিল কংগ্রেস।”

ওয়াকফ (সংশোধনী) আইন ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে প্রতিবাদ এবং রাজনৈতিক চাপানউতোর তৈরি করেছে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল। মোদীর এই বক্তব্য আরও এক দফা রাজনৈতিক তরজায় ঘৃতাহুতি দিল বলেই মত রাজনৈতিক মহলের।