Wednesday, April 23, 2025
Latestদেশ

মিড-ডে মিলে বরাদ্দ বাড়ালো কেন্দ্র

কলকাতা ট্রিবিউন ডেস্ক: স্কুলপড়ুয়াদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় সরকারের ‘মিড-ডে মিল’ প্রকল্প দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে বরাদ্দ নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল বিভিন্ন মহলে। সেই দাবির পরিপ্রেক্ষিতেই পাঁচ মাসের মধ্যে দ্বিতীয়বার এই প্রকল্পে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। যদিও এই বৃদ্ধি নামমাত্র বলেই মনে করছে শিক্ষামহলের একাংশ।

নতুন বরাদ্দ কত?

১ মে ২০২৫ থেকে নতুন হারে বরাদ্দ কার্যকর হবে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী। প্রাথমিক স্তরে মাথাপিছু বরাদ্দ ৫৯ পয়সা বাড়ানো হয়েছে, উচ্চ প্রাথমিক স্তরে ৮৮ পয়সা বাড়ানো হয়েছে।

এই বৃদ্ধির ফলে প্রাথমিক স্তরে মাথাপিছু বরাদ্দ দাঁড়াবে ৬.০৪ টাকা, এবং উচ্চ প্রাথমিক স্তরে ৯.০৫ টাকা।

পূর্ববর্তী বরাদ্দ বৃদ্ধি

এর আগেও ২০২৪ সালের নভেম্বরে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছিল। তখন প্রাথমিকে ৭৪ পয়সা, উচ্চ প্রাথমিকে ১ টাকা ১২ পয়সা বৃদ্ধি করা হয়।

আর তারও আগে ২০২২ সালে বরাদ্দ ছিল যথাক্রমে ৫.৪৫ টাকা ও ৮.১৭ টাকা।

অসন্তোষ কোথায়?

শিক্ষামহলের একাংশ মনে করছেন, এই সামান্য বৃদ্ধিতে প্রকল্পের আসল উদ্দেশ্য—বিদ্যালয়পড়ুয়া শিশুদের পুষ্টিকর আহার—আদৌ পূরণ হবে না। খাদ্যের মূল্যবৃদ্ধি, রান্নার উপকরণের দাম এবং পরিবহন খরচের কথা মাথায় রেখে বরাদ্দের যথেষ্ট বৃদ্ধিই সময়ের দাবি। তাদের বক্তব্য, ‘‘এত অল্প পরিমাণ বরাদ্দ বাড়িয়ে প্রকল্পের উদ্দেশ্যকেই দুর্বল করে ফেলা হচ্ছে।’’

সার্বিক মূল্যায়ন

বরাদ্দ বাড়ানো ইতিবাচক পদক্ষেপ হলেও, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলেই মনে করছেন বিশ্লেষকরা। মিড-ডে মিলের গুণগত মান বজায় রাখতে হলে কেন্দ্র ও রাজ্য উভয়েরই আরও পদক্ষেপ নেওয়া দরকার।