Wednesday, April 23, 2025
Latestরাজ্য​

‘লাথো কে ভূত বাতো সে নহি মানেঙ্গে’, মুর্শিদাবাদ কান্ডে মন্তব্য যোগীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ওয়াকফ আইন নিয়ে উত্তাল পশ্চিমবঙ্গের একাধিক জেলা। মুর্শিদাবাদে বিক্ষোভ রূপ নিয়েছে হিংসায়। প্রভাব পড়েছে মালদহ এবং দক্ষিণ ২৪ পরগনাতেও। রাজ্যের এই অশান্ত পরিস্থিতি নিয়ে এবার সরব হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দাঙ্গাকারীদের প্রতি কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “দাঙ্গাবাজদের একটাই দাওয়াই—ডান্ডা।”

যোগী আদিত্যনাথের কটাক্ষ, “যারা অশান্তি ছড়াচ্ছে তারা হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে। অথচ রাজ্য সরকার তাদের ‘শান্তির দূত’ বলে আখ্যা দিচ্ছে। এটি চরম নৈরাজ্য।” তাঁর বক্তব্যে হিন্দি প্রবাদ উঠে আসে—“লাথো কা ভূত, বাতো সে কাঁহা মাননেওয়ালা হ্যায়”, অর্থাৎ যারা হিংসা ছড়ায়, তাদের কড়া পদক্ষেপ ছাড়া থামানো যায় না।

প্রসঙ্গত, ওয়াকফ আইনের প্রতিবাদে গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদ, মালদহ ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু এলাকায় বিক্ষোভ জারি রয়েছে। কিছু স্থানে তা হিংসাত্মক হয়ে উঠেছে। সরকারি সূত্রে জানা গেছে, এই ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন।

যোগী আদিত্যনাথ প্রশ্ন তুলেছেন, “বাংলা জ্বলছে, অথচ ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেস ও সমাজবাদী পার্টি চুপ কেন? তারা কি এই হিংসাকে সমর্থন করে?” তাঁর মতে, ধর্মনিরপেক্ষতার নামে দাঙ্গাবাজদের মদত দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ অনৈতিক।

বাংলাদেশের প্রসঙ্গ টেনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশের অশান্তি নিয়েও তারা মুখ খোলেনি। বরং সেখানে হুমকি দিয়ে যারা সন্ত্রাস ছড়াচ্ছে, তাদের পাশে দাঁড়াচ্ছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। যদি বাংলাদেশ এতই পছন্দ হয়, তাহলে সেখানেই চলে যান। ভারতের উপর বাড়তি বোঝা হয়ে থাকবেন না।”