Tuesday, June 18, 2024
খেলা

রাখীর দিনে বিরাট কোহলির ভাইরাল এই ছবিটি কি দেখেছেন?

লন্ডন: রাখী উপলক্ষ্যে গতকাল সোশ্যাল মিডিয়ায় নিজের ছোটবেলার একটি ছবি পোস্ট করেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। সঙ্গে তিনি ক্যাপশনে লেখেন দুনিয়ার সমস্ত বোনেদের রাখির শুভেচ্ছা। বিরাটের ছোটবেলার এই ছবি দেখলে যে কারো মন গলে যেতে বাধ্য। ছবিতে বিরাটের দিদি ভাবনা ধিংরা ক্য়ামেরার দিকে তাকালেও বিরাটের চোখ কেকের দিকে। রাখীর দিনে কোহলি নিজের পুঁচকে বেলার ছবি পোস্ট করে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ছবিটি জিতে নিল সকলের মন।

ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট কোহলি দিদির সঙ্গে বার্থডে কেক কাটছেন। পিছনে দাঁড়িয়ে রয়েছেন তাঁর মাও। সেই ছবির ক্যাপশন, ‘পুরনো স্মৃতি থেকে দিদি ভাবনা ধিংড়ার সঙ্গে ছবি শেয়ার করলাম। বিশ্বের সমস্ত বোনেদের জানাই রাখির শুভেচ্ছা।’

প্রসঙ্গত, বর্তমানে ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত কোহলি। দু’টেস্ট পিছিয়ে ট্রেন্টব্রিজে দুরন্ত জয়ে ব্যবধান কমিয়েছে ভারত। এমন অবস্থায় চতুর্থ টেস্টে সমতা ফেরাতে মরিয়া ভারত। কোহলি নিজে ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন। দু’টি শতরান করে ফেলেছেন। আর একটি ইনিংসে মাত্র তিন রানের জন্য হাতছাড়া হয়েছে সেঞ্চুরি।