Thursday, September 19, 2024
রাজ্য​

‘ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন’, মহাদেবকে ‘ঘোর অপমান’ মমতার, মুখ্যমন্ত্রীর পুজো দেওয়ার মুহূর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, তীব্র কটাক্ষ সুকান্তর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলতেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। 

টুইটারে সুকান্ত মজুমদার একটি ভিডিও শেয়ার করেছেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে শিব পুজো করতে দেখা গিয়েছে। সুকান্তর অভিযোগ, ‘ভক্তিভাব ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহাদেবের দিকে ছুঁড়ে দিচ্ছেন, তাতে এটা স্পষ্ট উনি পুজো করায় বিশ্বাসী নন। ভোট ব্যাঙ্ক সুরক্ষিত করতেই উনি পুজো করতে বাধ্য হয়েছেন।’


টুইটার সুকান্ত মজুমদার লিখেছেন, ‘মমতা বন্দোপাধ্যায় যেভাবে ফুল মহাদেবের দিকে ছুঁড়ে দিচ্ছেন, তাতে এটা স্পষ্ট যে তিনি পুজো করায় বিশ্বাসী নন। পুজো করার সময় তাঁর কোনও ভক্তিভাব নেই। তাহলে কেন আপনি পুজো বাধ্য হলেন মমতা বন্দ্যোপাধ্যায়? মহাদেবকে এভাবে অপমান করে কি আপনি আপনার ভোট ব্যাঙ্ক সুরক্ষিত রাখতে চান?’