জম্মু-কাশ্মীর সীমান্তে অনুপ্রবেশ রুখে দিল সেনা জওয়ানরা, গুলিতে খতম জঙ্গি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: সোমবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর অনুপ্রবেশের চেষ্টাকে ব্যর্থ করে দিল ভারতীয় নিরাপত্তা বাহিনী। গুলিতে এক সন্ত্রাসী নিহত হয়েছেন।
জানা গেছে, দেগওয়ার সেক্টর দিয়ে একদল সন্ত্রাসী ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। এরপরেই তল্লাশি অভিযান শুরু করে সেনা। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। সোমবার সকালে সেনার গুলিতে এক জঙ্গি নিহত হয়।
পাশাপাশি ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা, সে বিষয়ে জোর খোঁজ চালাচ্ছে সেনা। জম্মু কাশ্মীর পুলিশ এবং সেনা বাহিনীর তরফে যৌথ বিবৃতিতে বলা হয়েছে, পুঞ্চে সীমান্ত ঘেঁষে ভারতে প্রবেশের চেষ্টা করে পাকিস্তানি জঙ্গিদের একটি দল। অনুপ্রবেশ প্রতিহত করে দিয়েছে সেনা বাহিনী।