Monday, June 24, 2024
বিনোদন

দীপাবলিতে ‘ওম জয় জগদীশ’ গাইলেন মার্কিন গায়িকা মেরি মেলবিন

ওয়াশিংটন: গোটা দেশ মেতে উঠেছে আলোর উৎসব দীপাবলিতে। তবে শুধু ভারতবাসীই নয়, বিশ্বের বিভিন্ন দেশ ভারতীয় সংস্কৃতিকে সম্মান জানিয়ে পালন করে থাকে দীপাবলি। দীপাবলি উপলক্ষ্যে ‘ওম জয় জগদীশ হরে’ গাইলেন মার্কিন গায়িকা মেরি মেলবিন।

বৃহস্পতিবার মেরি মেলবিন ইউটিউবে ভিডিওটি পোস্ট করেন। দীপাবলি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান তিনি। উল্লেখ্য, ‘ওম জয় জগদীশ হরে’, হলো একটি সুন্দর হিন্দি স্তব যা সাধারণত দীপাবলি চলাকালীন, উপাসনা এবং ধর্মীয় উৎসব উদযাপনের একটি গান।

মেরি মেলবিন টুইটে লিখেছেন, আমাকে চালিয়ে যেতে, আমার চেতনাকে স্পর্শ করতে এবং ভারতীয় সংস্কৃতির প্রতি আমার আবেগকে জাগিয়ে তুলেছে। হলিউডের একজন অভিনেত্রী / গায়িকা হিসাবে আমার হিন্দি নিয়ে পড়াশোনা, ভারতের সংস্কৃতি, সংগীত এবং সিনেমার মধ্য দিয়ে ভারতের প্রতি গভীর অনুরাগ অর্জন করেছি।

ভিডিওতে মেলবিনকে একটি কমলা, গোলাপী রঙের লেহেঙ্গায় দেখা যায় এবং তার কপালে বিন্দি এবং গায়ে গহনা পরিহিত অবস্থায় গাইতে দেখা যায়। মেলবিনের গাওয়া গানটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।