ফরিদপুরের পর এবার হবিগঞ্জ, বিশ্বকর্মা পুজো মন্ডপে মৌলবাদীদের হামলা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পুজোর মরসুম এগিয়ে আসছে আর বাংলাদেশে হামলার ঘটনা সামনে আসতে শুরু করেছে। ফরিদপুরের পর এবার হবিগঞ্জ। মঙ্গলবার রাতে ফরিদপুরের তাম্বূলখানা বাজারের সার্বজনীন দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
এদিকে, হবিগঞ্জের মাধবপুরের রামেশ্বর গ্রামে বিশ্বকর্মা পুজো মণ্ডপে হামলা চালায় একদল মৌলবাদীরা। মঙ্গলবার রাত ১০ টা নাগাদ জিহাদিদের দলবেঁধে মণ্ডপে হামলা চালায়। পূণ্যার্থীদের ব্যাপক মারধর করে। লাঠি ও অস্ত্রের আঘাতে মাথা ফাঁটিয়ে দেয় কয়েকজন পুজো উদ্যোক্তাদের। হামলাকারীদের হাত থেকে রেহাই পায়নি মহিলা ও শিশুরাও।
News coming in from #Habiganj district of #Bangladesh
Islamic radical mob attacked a Vishwakarma Puja Manadap at village- Rameshwar, under Chhatiain Union under Madhavpur Police Station. Radical Islamists broke the idol. The incident happened at 11PM, 19.09.23.++ pic.twitter.com/jJG5tenRsx— Hindu Voice (@HinduVoice_in) September 20, 2023
মণ্ডপে থাকা প্লাস্টিকের চেয়ার ভেঙে ফেলে জিহাদিরা। ভেঙে ফেলে বিশ্বকর্মা প্রতিমা। ওই হামলার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার ব্যাপক আতঙ্কে রয়েছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়।