Saturday, April 20, 2024
আন্তর্জাতিক

১১ মিনিটের জন্য উধাও ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট গতকাল বৃহস্পতিবার কিছুক্ষণের জন্য উধাও হয়ে যায়। পরে অবশ্য আবার ফিরে আসে।

টুইটার বলছে, টুইটারেরই এক কর্মী তার চাকুরির শেষ দিনটিতে ইচ্ছেকৃতভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের ‘রিয়েলডোনাল্ডট্রাম্প’  একাউন্টটি বন্ধ করে দেন। তারা ঘটনাটি তদন্ত করে দেখছে।

বিবিসির খবরে জানা যায়, ট্রাম্পের অ্যাকাউন্ট ১১ মিনিট বন্ধ ছিল। টুইটার এখন এ বিষয়ে তদন্ত করছে। ডোনাল্ড ট্রাম্প অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ১১ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় মার্কিন প্রেসিডেন্টের টুইটার অ্যাকাউন্ট। সে সময় তাঁর পেজে প্রবেশ করতে গেলে ‘দুঃখিত, এই পেজটির অস্তিত্ব নেই’, বার্তা দেখা যাচ্ছিল।

২০০৯ সালের মার্চে ডোনাল্ড ট্রাম্প তাঁর টুইটার একাউন্ট খোলেন। তার পর এ পর্যন্ত তিনি ৩৬ হাজার টুইট করেছেন। বর্তমানে তাঁর অনুসারীর সংখ্যা চার কোটি ১৭ লাখ। গতকাল অ্যাকাউন্টটি ফিরে পাওয়ার পর ট্রাম্প রিপাবলিকান দলের কর কমানোর পরিকল্পনা নিয়ে প্রথম টুইট করেন।