Wednesday, April 17, 2024
আন্তর্জাতিক

মার্কিন মুলুকের জর্জিয়ায় হিন্দুফোবিয়ার বিরোধিতায় প্রস্তাব পাস

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আমেরিকার জর্জিয়া অঙ্গরাজ্যে অ্যাসেম্বলিতে হিন্দুফোবিয়ার নিন্দা প্রস্তাব পাশ হয়েছে। এটাই হিন্দুফোবিয়া ও হিন্দুবিরোধী কট্টরতার বিরুদ্ধে মার্কিন মুলুকের তরফে নেওয়া প্রথম কোনও পদক্ষেপ। জর্জিয়ার অ্যাসেম্বলিতে এই প্রস্তাব পাশ হওয়ায় মার্কিন-হিন্দু সম্প্রদায় সন্তোষ প্রকাশ করেছে।

আটলান্টার ফোর্সিথ কাউন্টির প্রতিনিধি লরেন ম্যাকডোনাল্ড ও টড জোন্স প্রস্তাবটি পেশ করেন। জর্জিয়ার আটলান্টা শহর হিন্দু অধ্যুষিত অঞ্চল।

প্রস্তাবে বলা হয়েছে, বিশ্বের প্রাচীনতম ধর্ম হিন্দু ধর্ম। বিশ্বের ১২০ কোটিরও বেশি মানুষ হিন্দু। হিন্দু সম্প্রদায় চিকিৎসা, বিজ্ঞান ও প্রকৌশল, তথ্য প্রযুক্তি, আতিথেয়তা, অর্থ, উৎপাদন ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছে। শিল্প, সঙ্গীত, খাদ্য এবং যোগব্যায়ামে তাদের অবদানের সাথে, হিন্দু সম্প্রদায় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এবং লক্ষ লক্ষ মানুষের জীবনকে উন্নত করেছে।

ওই প্রস্তাবে আরও বলা হয়েছে, গত কয়েক দশকে যুক্তরাষ্ট্রে হিন্দুদের উপর যে ঘৃণা-অপরাধের প্রবণতা বেড়েছে।